উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও ইয়াবাসহ ৫ রোহিঙ্গা আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও ইয়াবাসহ ৫ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান-এপিবিএন।
আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হক জানায়, ভোর রাতে উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পের সি-ব্লকের পানির ট্যাংকের পাশে ১৫/২০ জনের একটি দল ডাকাতি করতে সশস্ত্র অবস্থান নেয়। খবর পেয়ে অভিযান চালায় এপিবিএন-এর একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে তারা। এসময় এপিবিএন সদস্যরা ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করে। পরে, তাদের দেহ তল্লাশি করে ৩টি ধাঁরালো দা, দেশীয় বন্দুকসহ ১ হাজার ৫৯৮টি ইয়াবা উদ্ধার করে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।