সিলেট নগরীর প্রবেশ দ্বারগুলোতে স্থাপন করা হয়েছে ব্যারিকেড
- আপডেট সময় : ০৮:০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
সিলেট নগরীতে ভারী যানবাহন ঠেকানোর অজুহাতে প্রবেশ দ্বারগুলোতে স্থাপন করা হয়েছে ব্যারিকেড। ফলে, কয়েক মিনিটের রাস্তা পার হওয়ার জন্য পুরো শহর ঘুরে আসতে সময় লাগছে কয়েক ঘন্টা। নাগরিকদের অভিযোগ, ফায়ার সার্ভিসসহ জরুরি প্রয়োজনীয় গাড়িও বাধাগ্রস্ত হচ্ছে শহরের গুরুত্বপূর্ণ এই রাস্তাগুলোর প্রবেশ দ্বারে। এমন সিদ্ধান্তে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। এতে যানজট ও দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। এদিকে, শহরের সড়ক দৃষ্টিনন্দন ও যানজটমুক্ত রাখতে সিটি করপোরেশন ও মেট্রোপলিটন পুলিশের যৌথ সিদ্ধান্তে এই ব্যারিকেড দেয়া হয়েছে বলে দাবি দায়িত্বশীলদের।
২০০১ সালে পূণ্যভূমি সিলেটকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হয়। ছোট্ট শহরটিতে ধারণ ক্ষমতার চেয়েও কয়েকগুণ বেশি লোক বসবাস করে। ভূমিকম্পপ্রবণ অঞ্চলের এই নগরীকে আজও নিরাপদ করে গড়ে তুলতে পারেনি কর্তৃপক্ষ। নূন্যতম নাগরিক সুবিধা এখনও নিশ্চিত হয়নি।
অথচ, একেক সময় একেক নির্দেশনা দিয়ে নগরবাসীকে প্রতিকূল পরিস্থিতির মুখে ফেলে সিটি কর্পোরেশন। বিকল্প পরিবহণের ব্যবস্থা না করে রিকশা তুলে দিয়ে যানজটমুক্ত নগরীর ঘোষণা দিয়ে জটিলতা তৈরি কর্তৃপক্ষ। এবার আবার ভারি যানবাহন ঠেকানোর নামে ব্যারিকেড বসিয়েছে শহরের সবক’টি প্রবেশদ্বারে।
সিটি কর্পোরেশনের এমন সিদ্ধান্তে নগরীতে প্রবেশ করতে পারছেনা গণপরিবহন। ফায়ার সার্ভিস, পণ্য পরিবহনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় যানবাহন আটকে যাচ্ছে বলে ক্ষোভ নগরবাসী।
গণপরিবহন সংশ্লিষ্টরা বলছেন, মেয়রের এমন হটকারী সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা।
এদিকে, মেট্রোপলিটন পুলিশ বলছে, শহরের ভেতরের সড়ক দৃষ্টিনন্দন ও যানজটমুক্ত রাখতে সিটি করপোরেশনের এমন সিদ্ধান্ত থাকলেও, এর আওতামুক্ত থাকবে জরুরি পণ্য পরিবহন সেবা।