ফেনীর নদ নদীসহ খালগুলোতে বিষ ঢেলে অবাধে শিকার করা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ
- আপডেট সময় : ০১:৫৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ফেনীর নদ নদীসহ খালগুলোতে বিষ ঢেলে অবাধে শিকার করা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ।এতে মাছের সাথে মরছে অন্যান্য জলজ প্রাণী, মারাত্মক হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য, পাশাপাশি স্থানীয়রা রয়েছেন স্বাস্থ্যঝুঁকিতে।
জেলার ছোট ফেনী নদী, কালিদাস পাহালিয়া ও মুহুরী নদীসহ খালগুলোতে রাতের আধারে বিষ প্রয়োগের মাধ্যমে চলছে মাছ শিকার।এতে বিষক্রিয়ায় অন্য জলজ প্রাণীও মারা যাচ্ছে।ফলে বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের ওপর। স্থানীয়দের অভিযোগ, বাজারে বিক্রির জন্য কিংবা নিজেদের চাহিদা মেটাতে এমন একাধিক দুস্কৃতি চক্র গড়ে উঠেছে। তারা নদী বা খালে ঘের তৈরি করে বিষ ঢেলে মাছ শিকার করছে।
বিষ দেয়ায় পানি বিষাক্ত হয়ে যেদিকে প্রবাহিত হচ্ছে সেদিকে মারা পড়ছে অন্য প্রাণীও।আর এসব পানি ব্যবহারে স্থানীয়রা রয়েছেন স্বাস্থ্যঝুঁকিতে।
চলতি মাসের ১৫ নভেম্বর জেলার সোনাগাজীর ছোট ফেনী নদীতে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগে ৫ যুবককে কারেন্ট জালসহ গ্রেপ্তার করা হয়।এসব চক্রের তৎপরতা বন্ধে অভিযান চলছে বলে জানান এ কর্মকর্তা।
প্রাকৃতিক ভাবে বংশবিস্তার করা নদীর মাছসহ জলজ প্রাণীর ক্ষতি ঠেকাতে এবং বিষ প্রয়োগের কুফল সম্পর্কে স্থানীদের সচেতনতার দাবি
পরিবেশবিদদের।