ফেনীতে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৫:০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
আলোচিত ফেনীর ফাজিলপুরে গৃহবধূ শিরিন হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। এদিকে, নড়াইলের নড়াগাতী থানার কালিনগরে ফিরোজ ভূঁইয়া হত্যা মামলায় একজনের ফাঁসি ও তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সাজাপ্রাপ্তরা একই পরিবারের সদস্য।
২০১৯ সালে রাতে অন্তঃসত্ত্বা স্ত্রী শিরীনকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করে স্বামী ইয়াছিন। এ ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড, বেগম জেবুন্নেছা মামলার আসামী ইয়ছিনকে মৃত্যুদন্ডের রায় ঘোষনা করেন। রায়ে সন্তুষ্ট রাষ্ট্র ও বাদী পক্ষের আইনজীবী।
তবে আসামী পক্ষের আইনজীবী বলেছে, রায়ের বিরুদ্ধে উচ্চ আদাতৈ আপিল করবেন ।
এদিকে, নড়াইলে ফিরোজ ভূঁইয়া হত্যা মামলায় একই পরিবারের একজনের ফাঁসি ও তিনজনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। সকালে জেলা ও দায়রা জজ মুন্সী মোহাম্মদ মশিয়ার রহমান এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০১৪ সালের ১৮ জানুয়ারি বাদীর ভাই ফিরোজ ভূঁইয়াকে কালিনগর বাজার এলাকায় দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ১৬ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদীপক্ষ।