শিল্পাঞ্চল ভালুকায় যত্রতত্র ফেলা হচ্ছে কল-কারখানার দূষিত বর্জ্য
- আপডেট সময় : ০৫:৫৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
ময়মনসিংহের শিল্পাঞ্চল ভালুকায় যত্রতত্র অবাধে ফেলা হচ্ছে কল-কারখানার দূষিত বর্জ্য। এতে নদী-নালা ও খাল-বিলের পানি বিষাক্ত হচ্ছে। পরিবেশ, কৃষি ও জীববৈচিত্র্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে। রহস্যজনক কারণে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো পরিবেশের বিপর্যয় ঠেকাতে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন পরিবেশ আন্দোলনের নেতারা। তবে, নানা পদক্ষেপ নেয়ার দাবি করে পরিবেশ অধিদপ্তর।
ময়মনসিংহের শিল্পাঞ্চল ভালুকা উপজেলায় তিন শতাধিক শিল্প-কারখানা রয়েছে। এসব শিল্প-কারখানার অধিকাংশতেই বর্জ্য শোধনাগার বা ইটিপি নেই। আর যেগুলোতে ইটিপি আছে সেগুলোও ঠিকমতো পরিচালিত হচ্ছে-না। শিল্প-কারখানার মালিকরা শিল্পের দূষিত বর্জ্য ও কেমিক্যাল মিশ্রিত নানা রংয়ের পানি ড্রেনের মাধ্যমে নদী-নালা, খাল-বিলে ছেড়ে দেয়। বিষাক্ত পানির দূর্গন্ধে নানা রোগবালাই ছড়িয়ে পড়ে এলাকার জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। পরিবেশ বিপর্যয় ঠেকাতে পদক্ষেপ না নেয়ার অভিযোগ ভালুকায়
স্থানীয় প্রশাসনকে অভিযোগ জানানোর পরও নদী দূষণ রোধে কার্যত কোনো পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ জানিয়েছেন পরিবেশবাদীরা।
সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পরিবেশ দূষণ রোধে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে শিল্পাঞ্চল পুলিশ।
নদী দূষণ রোধে নানা পদক্ষেপ নেয়ার কথা জানালো পরিবেশ অধিদপ্তর।
পানি দূষণমুক্ত রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।