পিএসজির জার্সিতে লিগ ওয়ানে প্রথম গোল মেসির
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
পিএসজির জার্সিতে লিগ ওয়ানে প্রথম গোল পেয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন জাদুকরের গোলের দিনে নঁতের বিপক্ষে প্যারিসিয়ানরা জিতেছে ৩-১ গোলে।
পার্ক দ্যা প্রিন্সে শুরুতেই চমক দেখায় পিএসজি, এমবাপ্পের কল্যাণে।এই ফরাসী তারকার গোলে ম্যাচের ২ মিনিটে এগিয়ে প্যারিসিয়ানরা। দ্বিতীয়ার্ধে গোলকিপার নাভাস লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। যে সুযোগে ম্যাচের ৭৬ মিনিটে সমতা আনে নঁতে। যদিও শেষ পর্যন্ত স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। ৮২ মিনিটে আত্মঘাতী গোলে আবারও পিছিয়ে পরে নঁতে। পাঁচ মিনিট পর লিগ ওয়ানে প্রথম গোল পেলেন লিওনেল মেসি। তাতে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এ জয়ে ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে প্যারিসিয়ানরা।