কাল মান বাঁচানোর মিশন বাংলাদেশের
- আপডেট সময় : ০৯:৫১:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
কাল মান বাঁচানোর মিশন বাংলাদেশের। হোয়াইট-ওয়াশ এড়ানোর লক্ষ্যে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। মিরপুরে দুপুর ২টায় শুরু হবে ম্যাচ। ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারবেন না মোস্তাফিজুর রহমান। এ ম্যাচে অভিষেক হতে পারে তৃতীয় টি-টুয়েন্টির জন্য দলে ডাক পাওয়া পারভেজ হোসেন ও কামরুল ইসলাম রাব্বির। অন্যদিকে, সিরিজ জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তানের লক্ষ্য- বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা।
একই ফরম্যাট অথচ সময়ের ব্যবধানে কত পার্থক্য। যে মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে ডুবিয়েছিলো টাইগাররা- সেই মিরপুরেই পাকিস্তানের কাছে যেন অসহায় বাংলাদেশ।
দু’দলের পার্থক্য স্পট ছিলো আগেই, তবে এতোটা না নিশ্চয়ই। প্রথম ম্যাচে কিছুটা পারলেও ব্যর্থতার মিছিলে দ্বিতীয় টি-টুয়েন্টিতে সর্বনিম্ন লড়াইটুকুও করতে পারেনি ডোমিঙ্গোর দল। যার খেসরাত শুধু সিরিজ খুইয়েই নয়, হোয়াইট-ওয়াশের লজ্জা এখন চোখ রাঙানি দিচ্ছে বাংলাদেশকে।
সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে টাইগারদের হতাশা। ইনজুরিতে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। তাই শেষ ম্যাচে পরিবর্তন অবধারিত। টানা ব্যর্থতায় বাদ পড়তে পারেন সাইফ হাসান। তাতে তৃতীয় টি-টুয়েন্টির জন্য দলে ডাক পাওয়া পারভেজ হোসেন ইমন ও কামরুল ইসলাম রাব্বির খেলা একপ্রকার নিশ্চত। নবাগত শহীদুল ইসলামকেও পরখ করতে পারে টিম ম্যানেজম্যান্ট।
এদিকে, ছন্দ ধরে রাখতে চাইবে পাকিস্তান। পুরো সিরিজে দাঁতে দাঁত চেপে লড়াই করা বাবর আজমরা ছেড়ে কথা বলবে না নিশ্চয়ই। ২০১৫ সালে এই মিরপুরে ওয়ানডেতে বাংলাদেশের কাছে হোয়াইট-ওয়াশ হয়েছিলো পাকিস্তান। ভিন্ন ফরম্যাট হলেও ৬ বছর পর যার কড়ায়-গন্ডায় শোধ দিতে চাইবে সফরকারীরা।
টি-টুয়েন্টি সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজের মুখোমুখি হবে দু’দল। আত্মবিশ্বাস নিয়ে বনেদি ফরম্যাট শুরু করতে দু’দলই চাইবে জয় দিয়ে সিরিজ শেষ করতে।