ইভটিজিংয়ের জেরে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত অন্তত ৩০ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ইভটিজিংয়ের জেরে গোপালগঞ্জে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩০ জন।
দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গেলো রাতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হন গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলামও। ভাঙচুর চলে মেডিকেল কলেজের বিভিন্ন ভবনে। আহতদের মধ্যে ৫ জন হাসপাতালে ভর্তি। রোববার রাত ৯টায় শুরু হওয়া তিন ঘন্টার সংঘর্ষে কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন জানান, ক্রিকেট খেলার সময় ছাত্রীদের উদ্দেশ্য করে মন্তব্য করলে খেলতে নিষেধ করায় সংঘর্ষের সূত্রপাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে