আলাদা সড়ক দুর্ঘটনায় নাটোর সুনামগঞ্জ মেহেরপুর ও সাভারে নিহত ৬
- আপডেট সময় : ০৭:৪৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জ, মেহেরপুর, সাভার ও নাটোরে ৬ জন নিহত হয়েছে।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছে। পুলিশ জানায়, রোববার রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডাবর-সীচনী নামক স্থানে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একটি মাইক্রোবাস ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুরে পৃথক দুটি মোটরসাইকেলে দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শহরের শিল্পকলা মোড়ে স্প্রিড ব্রেকারের সামনে একটি ইজিবাইকের সাথে মুখোমুখি ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুজন ছিটকে পড়ে। আহত আলমগীরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। অন্যদিকে, বাবা মায়ের সাথে মোটরসাইকেলে করে যাওয়ার সময় ধানভর্তি ট্রলির সাথে ধাক্কায় রোজা নামে এক শিশু নিহত হয়েছে।
সাভারে ব্যাটারীচালিত অটোরিক্সার চাকায় ওড়না পেচিয়ে ফাতেমা আক্তার দিনা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নাটোরের সিংড়ায় ত্রিমুখী সংঘর্ষে রনি আহমেদ নামে এক যুবক নিহত হয়েছে।