বিশ্বে বায়ুদূষণের মাত্রায় গতকাল শীর্ষ অবস্থানে ছিল ঢাকা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বিশ্বে বায়ুদূষণের মাত্রায় গতকাল শীর্ষ অবস্থানে ছিল ঢাকা। ঢাকার পাশাপাশি শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা । গতকাল সুইজারল্যান্ড-ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।
গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানী ঢাকার বায়ুর মান ছিল ১৮০, যাকে বায়ুমান সূচকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। ঢাকায় বায়ুদূষণের উপাদান অতি সূক্ষ্ম বস্তুকণা পিএম–২.৫–এর উপস্থিতি ছিল স্বাভাবিক মাত্রার চেয়ে প্রায় ২৭ গুণ বেশি। এছাড়া শুক্র ও শনিবারও ঢাকার বায়ুর মান ছিল অস্বাস্থ্যকর ।এই দুই দিন যথাক্রমে বায়ুর মানের সূচক ছিল ১৭৫ ও ১৮৭। অস্বাস্থ্যকর বায়ুর মানের দিক দিয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে অবস্থান করছে সার্বিয়ার বেলগ্রেড, পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি।