রাজশাহীতে ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যবহার করা হবে ‘বডি ওর্ন ক্যামেরা’
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
তৃতীয় ধাপে রাজশাহীর পবা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যবহার করা হবে ৩০টি ‘বডি ওর্ন ক্যামেরা’। দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের বুকে লাগানো থাকবে এই ক্যামেরা।
দুপুরে রাজশাহী নগরীর জিরোপয়েন্টে এই কার্যক্রমের উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। এসময় পুলিশ কমিশনার জানান, আরএমপিতে সংযুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ৮০টি ‘বডি ওর্ন ক্যামেরা’। এ ধরনের আরও ৮০টি ক্যামেরা আসবে শিগগিরই। নির্বাচনী সহিংসতারোধে এবং গ্রহণযোগ্য নির্বাচনে ভূমিকা রাখবে এই ক্যামেরা। অনুষ্ঠানে মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।