টাটা মটরস বাংলাদেশের বাজারে নিয়ে এলো ১৬ টনের বাণিজ্যিক গাড়ি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
টাটা মটরস বাংলাদেশের বাজারে নিয়ে এলো নতুন গোল্ড স্ট্যান্ডার্ড সম্পন্ন ১৬ টনের মাঝারি ধরনের বাণিজ্যিক গাড়ি। এলপিটি ১৬১৫ গোল্ড– দুটি আলাদা হুইলবেস অপশনে পাওয়া যাবে শক্তিশালী ও নির্ভরযোগ্য যন্ত্রাংশ।
বিকেলে ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে গাড়িটি উদ্বোধন করেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ। এসময় আয়োজকরা জানান, গাড়িটি ভারি ও বেশি পণ্য পরিবহনের জন্য একটি আদর্শ ট্রাক। নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান জানান, স্থানীয়ভাবে দেশের নিটা প্ল্যান্টে এসেম্বল করা এলপিটি ১৬১৫ গোল্ড বাংলাদেশের উদীয়মান অর্থনীতির গতি বৃদ্ধি করবে। তিনি বলেন, নিটল-টাটার সাফল্যের দিক হল শক্তিশালী লিডার নেটওয়ার্ক। এটি গড়ে উঠেছে, ১৫১ টি সেলস ও সার্ভিস সেন্টার এবং ৭’শ এর বেশি পাটর্স আউটলেট নিয়ে।