বুলগেরিয়ায় পর্যটকবাহী বাসে আগুন : প্রাণহানি অন্তত ৪৫ জনের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
দক্ষিণপূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়ায় একটি মহাসড়কে পর্যটকবাহী একটি বাসে আগুন লেগে অন্তত ৪৫ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া বুলগেরিয়ার পূর্বাঞ্চলের রোয়াক এলাকায় একটি নার্সিং হোমে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন অন্তত ৯ জন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্নি নিরাপত্তা বিভাগের প্রধান এক সাক্ষাতকারে জানায়, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। অগ্নিদগ্ধ সাতজনকে রাজধানী সোফিয়ার একটি হাসপাতালে নেয়া হয়েছে এবং নিহতদের বেশিরভাগই উত্তর মেসিডোনিয়ার বাসিন্দা। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বাসটি তুরস্ক থেকে উত্তর মেসিডোনিয়ায় যাচ্ছিল। এছাড়া বুলগেরিয়ার পূর্বাঞ্চলের রোয়াক এলাকায় একটি নার্সিং হোমে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন অন্তত ৯। বাড়ির কাঠের ছাদ থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই আগুন নার্সিং হোমে ছড়িয়ে পড়ে দুর্ঘটনা ঘটে।