খুলনা মহানগরীতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট
- আপডেট সময় : ০৫:৫৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
খুলনা মহানগরীতে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।ব্যস্ততম সড়ক,মোড় থেকে শুরু করে অলিগলিতে তীব্র যানজটে ভোগান্তির যেন সীমা নেই।পুলিশের ট্রাফিক বিভাগসহ নাগরিক সমাজের নেতারা মনে করেন,অপ্রশস্ত সড়ক ও অনিয়ন্ত্রিত ইজিবাইক যানজটের কারণ।এ বিষয়ে সিটি কর্তৃপক্ষ দুষলের ট্রাফিক বিভাগকে
খুলনা শহরে ১৭ হাজার রিকশার লাইসেন্স থাকলেও সড়কে চলে ২০ হাজার। ৮ হাজারের অনুমোদন পেলেও শহরে ইজিবাইক চলে কমপক্ষে ২০ হাজার। খুলনা সিটিতে ৬৪০ দশমিক ৬৮ কিলোমিটার সড়কে অপরিকল্পিত ও মাত্রাতিরিক্ত যানবাহন চলাচল করছে।
মানুষ বেড়েছে কয়েকগুণ, বাড়েনি মানুষের চলাচলে সুব্যবস্থা। প্রয়োজনের অতিরিক্ত অনিয়ন্ত্রিত রিকশা-ইজিবাইক, বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় বাসের চলাচল আরো ঘিঞ্জি এলাকার তৈরি করে। সাথে নগর উন্নয়নের খোঁড়াখুঁড়িতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
রাস্তাঘাটগুলো সংস্কারের অভাবে ও অনুপযোগী সিগন্যাল বাতি না থাকায় খুলনার মানুষের দুর্ভোগ বাড়ছে।
যানজটের সমস্যর জন্য ট্রাফিক বিভাগকে দায়ী করছেন সিটি মেয়র।
সড়কে নিরাপত্তা ও যানজট নিরসনে বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা।