আবুল কাশেম জিহাদীর নৌকা প্রতীকে মনোনয়ন বাতিলের দাবি স্থানীয়দের
- আপডেট সময় : ০১:৩০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর সদর উপজেলা ৭ নম্বর বশিকপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম ওরফে কাশেম জিহাদীকে নৌকার প্রতীকের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, আবুল কাশেম জিহাদী লক্ষীপুরে ডাকাত দলের প্রধান। তার বিরুদ্ধে বহু হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজি, ভূমি দখলের মামলা রয়েছে। এই ব্যক্তি এলাকায় সন্ত্রাসী জিহাদী বাহিনীর প্রধান নামে পরিচিত। ৯৮তে জামায়াতে ইসলামী থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশ ঘটে তার। এর আগে চেয়ারম্যান নির্বাচিত হয়ে বিগত ১০ বছর আওয়ামী লীগের কর্মীদের হত্যা, গুম, চাঁদাবাজী, নির্যাতনসহ অসংখ্য অপরাধের সঙ্গে যুক্ত আবুল কাশেম জিহাদী। জিহাদী বাহিনীর অত্যাচার-নির্যাতন থেকে পরিত্রাণ চান বশিকপুর ইউনিয়নবাসী। তারা বলছেন, সন্ত্রাসী জিহাদী… চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে নির্যাতনের মাত্রা বেড়ে যাবে।তারা তার মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন। প্রয়োজনে এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা।