বিচারক কামরুন্নাহার ফৌজদারি মামলা পরিচালনার উপযুক্ত নন: আদালত
- আপডেট সময় : ০৩:১৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
নিম্ন আদালতের বিচারক মোছা. কামরুন্নাহার কোনো ধরনের ফৌজদারি বিষয় পরিচালনার ‘উপযুক্ত নন’ বলে রায় দিয়েছে সর্বোচ্চ আদালত।
স্থগিতাদেশ থাকার পরও ধর্ষণ মামলার এক আসামিকে জামিন দেয়া নিয়ে এ রায় আপিল বিভাগের। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলছে, মামলার সকল নথি পাশ কাটিয়ে ধর্ষণ মামলার আসামিকে জামিন দিয়েছিলেন কামরুন্নাহার, যা ‘অসৎ উদ্দেশ্যের ইংগিত’ করে। সংবিধান অনুযায়ী তাঁর বিচারিক ক্ষমতা কেড়ে নেয়া হয়েছে। দেশের কোনো আদালতেই তিনি ফৌজদারি মামলা পরিচালনা করতে পারবেন না। বুধবার রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ছয় পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ গত ২২ নভেম্বর এ রায় দেন। গত ১১ নভেম্বর রেইনট্রি হোটেলে ধর্ষণের মামলার রায় ঘোষণার পর মামলা নেয়া নিয়ে পর্যবেক্ষণ দিয়ে বিতর্কে জড়ান বিচারক কামরুন্নাহার।এ ঘটনায় ১৪ নভেম্বর প্রধান বিচারপতি তাঁকে বিচারকাজ থেকে সাময়িকভাবে প্রত্যাহার করে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করেন