পুলিশি বাধার মুখে সারাদেশে যুবদলের বিক্ষোভ-সমাবেশ
- আপডেট সময় : ০৭:০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। তবে, বিভিন্ন জেলায় পুলিশি বাধায় কর্মসুচি পন্ড হয়ে গেছে। দাবি মানা না হলে, আরও কঠোর কর্মসুচির ঘোষণা দিয়েছে তারা।
ঝালকাঠিতে পুলিশি বাধায় সমাবেশ করতে পারেনি যুবদল। জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমানের নেতৃত্বে যুবদল নেতাকর্মীরা শহরের পূর্বচাঁদকাঠি দলীয় কার্যালয়ের সামনে এলে পুলিশ তাদের ফিরিয়ে দেয়। পুলিশি বাধার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি করেন।
বরিশালে যুবদলের ৩টি ইউনিট আলাদা বিক্ষোভ সমাবেশ করেছে। টাউন হলের সামনে উত্তর জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনে আহবায়ক সালাউদ্দিন পিপলু। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের চেস্টা করলে পুলিশ আটকে দেয়।
একই ইস্যুতে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর যুবদল। মিছিলটি শহরে রেল ষ্টেশনের সামনে থেকে শুরু করে খানজাহান আলী রোড হয়ে শান্তিধাম মোড়ে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশ করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল। এসময় বক্তারা খালেদা জিয়ার মুক্ত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে অঙ্গীকার করেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনায় বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা যুবদল। নেতাকর্মীরা বলেন, খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠাতে হবে। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
আপস……