মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত জাহাঙ্গীর আলম
- আপডেট সময় : ০৭:০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে এবার মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার করা হয় তাকে।
একটি ভাইরাল অডিওতে বঙ্গবন্ধুকে নিয়ে মেয়র জাহাঙ্গীরের বক্তব্য তোলপাড় হয় গাজীপুরে। এ ঘটনায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীরকে শোকজ করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। গত ১৯ নভেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের সভায় তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। ওই দিন রাতেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেওয়ার কথাও জানান। আজ দুপুরে গাজীপুর সিটি করপোরেশনে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করার কথা জানায় স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এর আগে জাহাঙ্গীর আলমের মেয়র পদ থাকবে কিনা সে বিষয়ে দু’একদিনের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা বলেছিলেন স্থানীয় সরকারমন্ত্রী।