খালেদা জিয়াকে কারাগারে স্লো-পয়জনিং করার অভিযোগ বিএনপির
- আপডেট সময় : ০৭:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
খালেদা জিয়াকে মেরে ফেলার জন্য কারাগারে স্লো পয়জনিং করা হয়েছে কিনা, সরকারের কাছে তার ব্যাখ্যা চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য কূটনীতিকরা চাপ দিলেও আমলে নিচ্ছে না সরকার। এজন্য সবার সন্দেহ বাড়ছে যে, বিদেশে নিলে স্লো-পয়জনিংয়ের ঘটনা প্রকাশ হয়ে যাবে।
এদিকে, দলের শীর্ষনেতারা বলেন, চিকিৎসার অভাবে খালেদার জিয়ার কিছু হলে তার দায়ভার সরকারকে নিতে হবে। রাজধানীতে যুবদলের সমাবেশে এসব কথা বলেন তারা। বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী যুবদল। এসময় বিএনপির শীর্ষনেতারা বলেন, চিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে, তার দায়ভার সরকারকে নিতে হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে সরকার নানা ষড়যন্ত্র করছে। এছাড়া, বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসার জন্য কূটনৈতিক চাপ থাকলেও সরকার তা আমলে নিচ্ছে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।