ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় এক খুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ১৬২৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় নৌকার সমর্থকদের হামলায় নিহত হয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ভিপি মারুফের সমর্থক মাসুদ মিয়া। তিনি খাগাতুয়া গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া ভোরের বাজারে চা খাওয়ার সময়, নৌকার একদল সমর্থক ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় মাসুদ মিয়াকে। রক্তাক্ত অবস্থায় তাকে অটোরিকশায় উঠিয়ে খাগাতুয়া পশ্চিম পাড়া কবরস্থানের পাশে নৌকার নির্বাচনী ক্যাম্পের সামনে নেয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় কুপিয়ে তার হাত ও পায়ের রগ কেটে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন মাসুদকে উদ্ধার করে হাসাপতালে নেয়ার পথে মারা যান তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।