শুক্রবার থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করছে বাংলাদেশ
- আপডেট সময় : ০৯:৪৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
শুক্রবার থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করছে বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তান। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুদল। রঙিন পোশাকের ব্যর্থতা ভুলে সাদা পোশাকে আলো ছড়াতে চায় বাংলাদেশ। তামিম-সাকিবদের অনুপস্থিতি চিন্তার কারণ তবে নতুনদের নিয়ে আত্মবিশ্বাসী মমিনুল হক। অন্যদিকে টি-টুয়েন্টি সিরিজ জিতে নির্ভার পাকিস্তান। ম্যাচের আগেট দিনও লম্বা সময় অনুশীলন করেছে বাংলাদেশ ও পাকিস্তান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল ১০টায়।
দীর্ঘ ১০ মাস পর সরব হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। নীরবতা ভাঙবে
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দিয়ে। এমন বাস্তবতায় বিপরীত দুই মেরুর দল নামবে বাংলাদেশ-পাকিস্তান।
ঘুরে দাঁড়ানোর মিশনে বড় বাধা ইনজুরি। ছিটকে গেছেন সাকিব তামিমদের অভিজ্ঞরা। তাই গুরু দায়িত্বটা এখন মুশফিক- মমিনুলের কাঁধে। তবে বাংলাদেশ অধিনায়কের ভরসা তরুনদের ওপর।
সব ব্যর্থতা আর সমালোচনা সীমানার ওপারে আছড়ে ফেলতা চায় বাংলাদেশ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সাগরিকায় মহাকাব্য রচনা করতে চায় মমিনুলের দল। নির্দিষ্ট সময়ের আধঘন্টা আগে অনুশীলন শুরু করে টাইগাররা। তিন বিভাগেই অনুশীলন করে স্বাগতিকরা তবে ফিল্ডিংয়ে আলাদা নজর ছিলো ডোমিঙ্গো শীর্ষদের।
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, আজহার আলীর মতো অভিজ্ঞ ব্যটাররা চোখ রাঙানি দিচ্ছেন। তাতে বাংলাদেশ অধিনায়কের আস্থা রাহি, ইবাদত, তাইজুলে।
অন্যদিকে উজ্জীবিত পাকিস্তান টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে। ভিন্ন ফরম্যাট আর কন্ডিশনে মোটেও চিন্তিত নয় সফরকারীরা।
সাদা পোশাকে দুদলের পরিসংখ্যানে যোজন যোজন দূরত্বে পাকিস্তান। ১১ দেখায় দশ জয়ে যেখানে উড়ছে সফরকারী। সেখানে একমাত্র ড্র বাংলাদেশের প্রাপ্তি।