করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকায়
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকায়। এই ভ্যারিয়েন্টটি বহুবার রূপ বদল করতে পারে। সম্প্রতি করোনার সংক্রমণ বাড়ার পেছনে এটি দায়ী বলে দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা জানিয়েছেন। এ ব্যাপারে ভাইরাসবিদ তুলিও ডি অলিভেইরা বলেছেন, ‘দুর্ভাগ্যবশতঃ আমরা নতুন একটি ভ্যারিয়েন্ট শনাক্ত করেছি, যেটি দক্ষিণ আফ্রিকায় উদ্বেগের কারণ। ভাইরাসটি বহুবার নিজের মধ্যে রূপান্তর ঘটাতে পারে। বতসোয়ানা ও হংকং থেকে দক্ষিণ আফ্রিকায় আসা ভ্রমণকারীদের মধ্যেও এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।