গাড়ির চাপায় নটরডেম কলেজ ছাত্র মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০২:৩১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
সিটি করপোরেশনের বর্জ্যবাহী গাড়ির চাপায় নটরডেম কলেজ ছাত্র নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। ঘটনার বিচার ও সড়ক আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ছয় দফা দাবি জানান তারা।
দাবি পূরণ না হলে রোববার ফের আন্দোলনে নামার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। সহপাঠীর অকাল মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল শাপলা চত্বর, জিরো পয়েন্ট, ফার্মগেট, শান্তিনগর মোড়ে অবস্থান নেয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীর। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ। তাদের হাতে হাতে ছিল বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড। আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস দাবিদাওয়া বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন শিক্ষার্থীদের।পরে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন। তবে দাবিদাওয়া বাস্তবায়ন না হলে ফের রোববার থেকে আন্দোলনে যাবেন-এমন হুঁশিয়ারিও দেন তারা। এদিকে ঘাতক গাড়িচালক পরিচ্ছন্নতাকর্মীকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।