রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি কয়লাখনিতে দুর্ঘটনায় অন্তত ১১ জন শ্রমিক নিহত
- আপডেট সময় : ০২:৩৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি কয়লাখনিতে দুর্ঘটনায় অন্তত ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। এ ঘটনায় বেশ কয়েকজন খনিতে আটকা পড়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান শুরু হলেও পরে স্থগিত হয়ে যায়।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলেছে, তুষারঢাকা কেমেরোভো অঞ্চলের লিস্টভিয়াঝনিয়া কয়লাখনিতে অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় গভর্নর সের্গেই সিভিলেভ বলেছেন, খনিতে অতিমাত্রায় মিথেন ও কার্বন ডাই–অক্সাইড গ্যাসের উপস্থিতির কারণে বিস্ফোরণের প্রচণ্ড ঝুঁকিতে রয়েছে খনিটি। এ কারণে গ্যাস না কমা পর্যন্ত উদ্ধার ও তল্লাশি অভিযান স্থগিত করা হয়েছে। ওই ঘটনায় ৩৫ জন খনিতে আটকা পড়েছেন। আহত কয়েক ডজন শ্রমিককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাঁদের অনেকেই ধোঁয়া ও গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত। চারজনের অবস্থা আশঙ্কাজনক।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই দুর্ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় গভর্নর ও জরুরি সেবাদানকারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন তিনি।পুতিন আরও বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক, পরিস্থিতি স্বাভাবিক হয়নি। উদ্ধারকাজে নিযুক্ত কর্মীদের প্রাণ হারানোর ঝুঁকি রয়েছে।