ইরান তার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত সব নিষেধাজ্ঞার প্রত্যাহার চায়
- আপডেট সময় : ১২:৩৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ইরান তার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত সব নিষেধাজ্ঞার প্রত্যাহার চায়। আসন্ন ভিয়েনা সংলাপে এটাই ইরানের লক্ষ্য বলে জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি বলেছেন, নিষেধাজ্ঞা এমনভাবে প্রত্যাহার করতে হবে, যাতে তা যাচাই করার সুযোগ থাকে।
ভিয়েনা আলোচনা সফল হলে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে বলে পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ কথা বলেন খাতিবজাদে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আগামী ২৯ নভেম্বর পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু হতে যাচ্ছে। খাতিবজাদে বলেন, সব নিষেধাজ্ঞা একসঙ্গে প্রত্যাহার করতে হবে এবং এ ব্যাপারে কার্যকর গ্যারান্টিও থাকতে হবে।
ভিয়েনা সংলাপে ইরানের মূল লক্ষ্য—যুক্তরাষ্ট্রের আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহার করার লক্ষ্যে ইরান ভিয়েনা সংলাপে যোগ দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।