নওগাঁ থেকে মনিরুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবককে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
নওগাঁ থেকে মনিরুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
ভোরে ভারতের কেদারী পাড়া ক্যাম্পের বিএসএফ তাকে আটক করে। মনিরুল ইসলাম পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বিজিবি-১৬ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল রেজাউল কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গেলরাতে পোরশায় ভারতীয় সীমান্ত দিয়ে স্থানীয় ৭/৮ জন চোরাকারবারি অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর গরু- মহিষ নিয়ে বাংলাদেশে ফেরার পথে ভারতের মালদা জেলার হবিপুর থানার ভুতপাড়া এলাকায় কেদারিপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে আসতে পারলেও, মনিরুল ইসলামকে কয়েকটি গরুসহ আটক করে তারা।