করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ ধরা পড়েছে আফ্রিকায়
- আপডেট সময় : ০৯:৩২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ ধরা পড়েছে আফ্রিকায়। এ পর্যন্ত অর্ধশতবার রূপ বদলে মিউটেশন হয়ে বর্তমান পর্যায়ে পৌঁছেছে ওমিক্রণ। সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোয়ারেন্টাইন, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং বাধ্যতামূলক টেস্ট করানোর ব্যবস্থা নিয়েছে। তবে কোনোরকম আলোচনা না করেই দক্ষিণ আফ্রিকা ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্তে মনক্ষুন্ন হয়েছেন সেদেশের স্বাস্থ্যমন্ত্রী।
করোনা ভাইরাসের দাপটে দু’বছর ধরে নাকাল বিশ্ববাসী। বড় বড় দেশ, চিকিৎসা সংস্থা, ডাক্তার, সরকার ও রাষ্ট্রপ্রধান সবাই ধরাশায়ী এই ভাইরাসের কাছে। তিন তিনটি ধরণে এ পর্যন্ত প্রাণহানি ঘটেছে প্রায় ৫২ লাখ মানুষের।
বেটা, আলফা ও ডেল্টার পর নতুন আতঙ্ক… ওমিক্রণ। গেলো সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় প্রথম এই ধরণের সংক্রমণ নজরে আসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা…. ডব্লিউএইচও’র। এর সংক্রমণের মাত্রাকে ‘উদ্বেগজনক’ আখ্যা দিয়েছে সংস্থাটি। বলছে, নতুন এই ভ্যারিয়েন্টে ব্যাপক রূপান্তর ঘটেছে এবং প্রাথমিক তথ্য-প্রমাণে সংক্রমণের ঝুঁকি বেশি।
বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচারে বলা হয়েছে, প্রথমে এই ভেরিয়েন্ট পাওয়া গিয়েছে বতসোয়ানায়। এরপর দক্ষিণ আফ্রিকা হয়ে হংকংয়ে। আফ্রিকার মহামারী নিয়ে কাজ করে এমন একটি সংস্থার পরিচালক টুলিও ডি অলিভেরিয়া বলছেন, সব মিলে ৫০ বারের মতো জিন বিন্যাস পরিবর্তিত হয়ে নতুন ওমিক্রন ধরন রূপ পেয়েছে।
আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই বার্তাকে আমলে নিয়ে আফ্রিকান অঞ্চলের মানুষকে নিজ নিজ দেশে প্রবেশে নতুন নিয়ম চালু করেছে বিশ্বের প্রায় সব দেশ। নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন….ইইউ।
সোমবার থেকে দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, জিম্বাবুয়ে, নামিবিয়া, লেসোথো, এসওয়াতিনি, মোজাম্বিক ও মালাওয়ি ছেড়ে আসা ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করবে যুক্তরাষ্ট্র। ইতালিতে প্রবেশের ক্ষেত্রে ১৪ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্যও।
এ নিয়ে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জো ফাহালা আক্ষেপ করে বলেছেন, নতুন ভ্যারিয়েন্টের খবরে কোনো রকম আলোচনা না করেই দ্রুত সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য।
শনিবার অস্ট্রেলিয়ার সরকার দক্ষিণ আফ্রিকার ৮টি দেশে ফ্লাইট আগামী ১৪ দিনের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে। ওই ৮টি দেশে যারা এতোদিন ছিলেন তাঁরা অস্ট্রেলিয়ায় ঢুকতে পারবেন না। জাপান সরকার বলছে, আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশগুলো থেকে সে দেশে গেলে প্রত্যেককে ১০ দিন কোয়ারেন্টিন পালন করতে হবে। ওই ১০ দিনে চার বার করোনা পরীক্ষা করাতে হবে।
ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে ইরান বলছে, এসব দেশ থেকে আসা ইরানিদের দুবার করোনার পরীক্ষা করা হবে। নিজেদের দেশে ঢুকতে না দেয়ার সিদ্ধান্ত ব্রাজিল, কানাডা ও থাইল্যান্ডেরও। একই সিদ্ধান্ত সংযুক্ত আরব আমিরাতের।
এদিকে, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা ও হংকং থেকে আসা লোকজনের করোনা পরীক্ষায় জোর দিয়েছে ভারত সরকার। ১৫ ডিসেম্বর থেকে শর্তসাপেক্ষে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে যাচ্ছে তারা। তবে ঝুঁকিপূর্ণের তালিকায় থাকায় বাংলাদেশের সঙ্গে ফ্লাইট চলবে ৭৫ শতাংশ।
করোনার এই নতুন ধরণ মোকাবিলায় টিকার বুস্টার ডোজ তৈরির ঘোষণা দিয়েছে মডার্না। স্থগিত করা হয়েছে জেনেভার বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলন।