বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় আজ
- আপডেট সময় : ০৯:৩৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় আজ। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালত রায় ঘোষণা করবেন।
১৪ নভেম্বর একই আদালতে উভয় পক্ষের শুনানি শেষে ২৮ নভেম্বর রায়ের দিন ঠিক করা হয়। এ মামলায় মোট ৪৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২০১৯ সালের ১৩ নভেম্বর ডিবি কর্মকর্তা ২৫ জনকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। ২৫ জনের মধ্যে এজাহারভুক্ত ১৯ জন এবং এর বাইরে তথ্য-প্রমাণের ভিত্তিতে আরও ৬ জন জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আবরারকে বুয়েটের হলের একটি কক্ষে ডেকে নিয়ে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী অমানুষিকভাবে নির্যাতন করে হত্যা করে। সারাদেশে আলোড়ন তোলে এই হত্যাকাণ্ড।