রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানার বিরুদ্ধে ১৪ শিক্ষার্থীর চুল কাটার অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানা ইয়াসমিনের বিরুদ্ধে ১৪ শিক্ষার্থীর চুল কাটার অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে কর্তৃপক্ষ। তাঁকে স্বপদে বহাল রেখেই কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব হোসেন স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের নোটিশ বোর্ডে টাঙানো হয়েছে।বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষার্থীদের পাঠদান, পরীক্ষা গ্রহণসহ অন্যান্য যাবতীয় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনকে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়।