এক হোটেল ব্যবসায়ীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে প্রতিবন্ধীতে পরিণত করার অভিযোগ
- আপডেট সময় : ০২:১৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
দিনাজপুরে এক হোটেল ব্যবসায়ীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে প্রতিবন্ধীতে পরিণত করার অভিযোগ উঠেছে জেলা যুবলীগের সাবেক সহ-সম্পাদক খলিলুল্লাহ আজাদ মিল্টনের বিরুদ্ধে। আর অবৈধভাবে অর্জন করেছে কোটি- কোটি টাকা।তার বিরুদ্ধ কয়েকটি মামলা দায়ের হলেও তিনি রয়েছেন বহাল তবিয়তে।
দিনাজপুরের বিরল উপজেলার দেওয়ানজী দিঘির শওকত আলীর মেয়ে শাহনাজ পারভীনকে বহু রটনা-ঘটনার পর বিয়ে করেন জেলা যুবলীগের সাবেক সহ-সম্পাদক খলিলুল্লাহ আজাদ মিলন। তাদের পরিচয় শহরতলীর বাঙ্গীবেচা ঘাটে জমি কেনার সূত্র ধরে। বিয়ের পর দখল করে নেয় শাহনাজের পূর্বের স্বামী মোহাম্মদ স্বপনের হোটেল-বাড়িসহ কয়েকটি দোকান।
সেই থেকেই স্বপনের ওপর চলছে যারপরনাই নির্যাতন। শারীরিক-মানসিক নির্যাতনে প্রতিবন্ধী স্বপনের ঠাঁই হয়েছে বর্তমানে মন্দিরের পাশের ছোট্ট একটি খুপরী ঘরে। জানালেন তার জীবন কাহিনী
স্থানীয়দের অভিযোগ, জেলা শহরে বিভিন্ন অপকর্ম করতে যুবলীগের ওই নেতা ভরসাস্থল সাবেক জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম। তার ছত্রছায়ায় চলছে সব।
এদিকে সাবেক ওই যুবলীগ নেতার পিতার হাবিবুল্লাহ’র নাম রয়েছে জেলার রাজাকারদের তালিকার ৯ নম্বরে। তালিকায় স্বাক্ষর আছে খানসামা উপজেলা নির্বাহী অফিসারের।
এদিকে আনীত অভিযোগের বিষয়ে কোনো কথা না বলে উল্টো প্রশাসনকে দেখে নেয়ার হুমকি দেন মিল্টন। অপকর্মের জেরে ওই যুবলীগ নেতার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে, জানান পুলিশের এই কর্মকর্তা। সাবেক এই যুবলীগ নেতার আক্রোশের শিকার হয়ে স্ট্যান্ড রিলিজ সোনালী ব্যাংক বীরগঞ্জ শাখার কর্মকর্তা মোজাম্মেল হক সরকার। বর্তমানে বসবাস করছেন নীলফামারীর সৈয়দপুরে।