কুমিল্লা সিটি করপোরেশনে জোড়া খুনের মামলায় আরো দুইজন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
কুমিল্লায় সিটি করপোরেশনে জোড়া খুনের মামলার আরো দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা এজাহারভুক্ত আসামী জিসান ও অন্তু।
এ পর্যন্ত ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে তাদের আদালতে নেয়া হয়। গেলো রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিসান মিয়া এই হত্যা মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি। এ মামলায় গ্রেফতার হওয়া অপর আসামি রাব্বি ইসলাম ওরফে অন্তু নগরীর সংরাইশ পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, জোড়া খুন মামলার প্রধান আসামি শাহ আলমসহ অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।