স্ব-পদেই থাকছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চুল কাটায় অভিযুক্ত শিক্ষিকা
- আপডেট সময় : ০৬:০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
স্ব-পদে থাকলেও শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবেন না রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানা ইয়াসমিন। ১৪ শিক্ষার্থীর চুল কাটার অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছাত্র আন্দোলনের পর এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে সহকারী প্রক্টরকে।
রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব হোসেন স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের নোটিশে এ তথ্য জানা গেছে। তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এতে স্বাক্ষর করেছেন ২১ নভেম্বর। চলতি বছরের ২৬ সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার হলে প্রবেশের সময় ১৪ জন শিক্ষার্থীর মাথার চুল কেটে দেয়ার অভিযোগ উঠে বিভাগের তৎকালীন চেয়ারম্যানের বিরুদ্ধে।এ ঘটনায় ফারহানাকে স্থায়ী বরখাস্তের দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা।