জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকা খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের : মন্তব্য সাংবাদিক নেতাদের
- আপডেট সময় : ০৭:৪৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
এক ব্যক্তির প্রতিহিংসার কারণে খালেদা জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসায় অবিলম্বে বিদেশে পাঠানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার সুচিকিৎসায় বিদেশে পাঠানোর দাবিতে আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতারা এ দাবি জানান। এদিকে, বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, দলমত নির্বিশেষে সবাই আজ খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতের দাবি তুলেছেন। এরপরও কঠোর অবস্থানে থাকলে, ইতিহাসের দায় এই সরকার কোনোদিন এড়াতে পারবে না।
জাতীয় প্রেসক্লাবের সামনে সকালে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন।
এসময় সাংবাদিক নেতারা উন্নত চিকিৎসায় বেগম খালেদা জিয়াকে দ্রুত সময়ের মধ্যে নিঃশর্ত মুক্তি দেয়ার আহবান জানান।
একদলীয় শাসন ও রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী শূন্য করতে সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন সাংবাদিক নেতারা।
এদিকে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আহমেদ বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড যে বক্তব্য দিয়েছে, সে বিষয়ে সরকারকে গুরুত্ব দিতে হবে।
মঙ্গলবারের বিভাগীয় সমাবেশ সফল করারও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।