এক সপ্তাহের ব্যবধানে রাজধানীতে আবারো গাড়ি চাপায় নিহত হয়েছে এক শিক্ষার্থী
- আপডেট সময় : ০২:৪২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
এক সপ্তাহের ব্যবধানে রাজধানীতে আবারো গাড়ি চাপায় নিহত হয়েছে এক শিক্ষার্থী। রামপুরায় অনাবিল পরিবহনের বাসের চাপায় মাঈনুদ্দিন নামে এক এসএসএসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই নিহতের সহপাঠী ও বিক্ষুদ্ধ জনতা সড়কে নেমে বেশ কয়েকটি বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। একই দাবিতে সকাল থেকে রাজধানীর প্রধান প্রধান সড়ক অবরোধ করে চলে শিক্ষার্থীদের বিক্ষোভ।
সপ্তাহখানেক আগে ময়লার গাড়ির চাপায় রাজধানীর মতিঝিলে নিহত হন নটরডেমের ছাত্র নাঈম। সহপাঠীর মৃত্যুর বিচারের দাবিতে রাস্তায় নামে একই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা। দিন গড়িয়ে এই আন্দোলনে যোগ দেন অন্য কলেজের শিক্ষার্থীরা। তাদের এই দাবির সঙ্গে একমত হয়ে সোচ্চার হন হাফ পাস নিয়ে সড়কে নামা ছাত্রছাত্রীরা।
এই আন্দোলনের মধ্যে সোমবার রাত ১০টায় রামপুরায় আরেক শিক্ষার্থীর মৃত্যুর খবরে ক্ষোভে ফেটে পড়ে কলেজ শিক্ষার্থীরা। সোমবার রাতে রামপুরা বাজারের সামনে রাস্তা পার হওয়ায় সময় অনাবিল পরিবহনের বাসের চাপায় নিহত হন মাঈনুদ্দিন নামের এসএসএসি পরীক্ষার্থী। আহত হয় আরও দুজন।
দুর্ঘটনার পরপরই সড়কে নেমে বেশ কয়েকটি বাস ভাঙচুর করে ও আগুন দেয় একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী ও বিক্ষুদ্ধ জনতা। বাসগুলোর বেশিরভাগই অনাবিল পরিবহনের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ও পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে জনতাকে সরিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় বাসচালক ও হেলপারকে আটক করেছে পুলিশ
সকালের প্রথম প্রহরেই মাঈনুদ্দিন দুর্জয়ের মৃত্যুর বিচারের দাবিতে সোচ্চার হয়ে সড়কে নেমে বিক্ষোভ করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বিচার চেয়ে মানববন্ধন ও সড়ক আটকে বিক্ষোভ অংশনেয় শিক্ষার্থীরা। সকালে বি এ এফ শাহীন কলেজ, ইম্পেরিয়াল কলেজ ও একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী সেখানে মানববন্ধন করেন। নিরাপদ সড়কের দাবি জানায় তারা।
বিক্ষোভের কারনে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকায় মঙ্গলবারও রাজধানী জুড়ে ছিল ব্যাপক যানজট।