ওমিক্রন ছড়িয়ে পড়ার আশংকায় ব্রাহ্মণবাড়িয়ায় করোনা প্রতিরোধে জরুরী সভা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকা ফেরত ব্রাহ্মণবাড়িয়ার ৭ প্রবাসীর বাড়িতে লাল পতাকা টাঙানো হয়েছে। প্রাথমিক নিরাপত্তা পদক্ষেপ শেষে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ওমিক্রন ছড়িয়ে পড়ার আশংকায় ব্রাহ্মণবাড়িয়ায় করোনা প্রতিরোধ কমিটির জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল যাত্রী পারাপারেও কঠোরভাবে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ জারি করা হয়েছে। জানা যায়, দক্ষিণ আফ্রিকা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে ১, কসবায় ৩, নবীনগরে ১ ও সদর উপজেলার ২ জন প্রবাসী দেশে ফিরেছেন। সভায় জেলার বেশিরভাগ মানুষকে করোনার টিকা দ্রুত দেয়ার সিদ্ধান্ত হয়।