ওমিক্রন সংক্রমণ প্রতিরোধে বেনাপোল চেকপোষ্ট ও বন্দরে বাড়তি সতর্কতা
- আপডেট সময় : ০৫:৩০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ওমিক্রন সংক্রমণ প্রতিরোধে বেনাপোল চেকপোষ্ট ও বন্দরে গ্রহণ করা হয়েছে বাড়তি সতর্কতা। নতুন করে যাতে কোন আক্রান্ত ব্যক্তি সংক্রমণ ছড়াতে না পারে সে ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। একই কারণে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ রাজু বলেন, আগে থেকেই ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে। ভারত থেকে যে সকল পাসর্পোটধারী যাত্রী বাংলাদেশে আসছেন তাদের ইমিগ্রেশন কাউন্টারে প্রবেশের পূর্বে মাস্ক ব্যবহার বাধ্যতামুলক করা হয়েছে এবং হ্যান্ড সেনিটাইজার ব্যবহার এবং সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। পুলিশী তত্ত্বাবধানে ইমিগ্রেশনের প্রবেশের মুখে বসানো হয়েছে বিশেষ নিরাপত্তা চৌকি। ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা সকল পন্যবাহী ট্রাকে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। মাস্ক ব্যবহার বাধ্যতামুলক করে ট্রাকচালক ও সহকারীরা যাতে বন্দরের বাইরে না যায় সে ব্যাপারে দেয়া হয়েছে কঠোর নির্দেশনা।