অর্থনৈতিক ,সামাজিক সব সূচকেই পাকিস্তানের চেয়ে এগিয়েছে বাংলাদেশ
- আপডেট সময় : ০১:৪৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ১৬৫২ বার পড়া হয়েছে
স্বাধীনতার ৫০ বছরে অর্থনৈতিক ,সামাজিক সব সূচকেই পাকিস্তানের চেয়ে এগিয়েছে বাংলাদেশ।পাশ্ববর্তী দেশ ভারতকে ছাড়িয়ে গেছে অনেক সূচকেই।তবে দারিদ্রতার হার কমলেও কিছু ক্ষেত্রে বৈষম্য রয়েছে, কিন্তু আঞ্চলিক কোন বৈষম্য নেই। তবে ঘাটতি রয়েছে সুশাসন প্রতিষ্ঠায়। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের এক আলোচনা সভায় উঠে আসে এস কথা।
দেশ স্বাধীনের ৫০ বছরে কতটুকু এগিয়েছে দেশ? রাজধানীর এক হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের আলোচনায় বক্তারা তুলে ধরেন বিভিন্ন খাতে বাংলাদেশের অবস্থান। তুলে ধরা হয় পাশ্ববর্তী দেশের সূচকও। দারিদ্রতার হার কমানো, বিদ্যুতায়ন এবং স্বাস্থ্যসেবার মান বাড়াতে সরকারের অবস্থান তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
দারিদ্রতার হার অনেকটাই কমিয়ে আনা হয়েছে। গ্রামের মানুষও যেন সব সুযোগ-সুবিধা পায়, সে ব্যবস্থাও করা হয়েছে। আমূল পরিবর্তন এসেছে স্বাস্থ্য ব্যবস্থায়। একেবারে প্রান্তিক পর্যায়েও পৌঁছে দেয়া হয়েছে বিদ্যুৎ।
৯০ দশকেও ভারত-পাকিস্তানের সাথে বিভিন্ন সূচকে পিছিয়ে ছিলো বাংলাদেশ। তবে দেশদুটির চেয়ে এখন অনেক সূচকেই এগিয়ে আছে বাংলাদেশ।তবে মাথাপিছু আয়ে ভারত খানিকটা এগিয়ে।
পাশের দেশ গুলোর চেয়ে বাংলাদেশের শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বেড়েছে। ভারত ও পাকিস্তানে আঞ্চলিক বৈষম্য রয়েছে দাবি করে তিনি বলেন, বাংলাদেশে এই বৈষম্য নেই। তবে সুশাসন ও রপ্তানি সূচকে আরো উন্নতি প্রয়োজন বলে মত দেয়া হয় আলোচনায়।