কুমিল্লায় কথিত বন্দুকযুদ্ধে নিহত কাউন্সিলর হত্যাকান্ডের দুই আসামীর জানাজা ছাড়াই দাফন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
কুমিল্লায় সিটি কাউন্সিলরসহ জোড়া খুনের দুই আসামীর মরদেহ জানাজা ছাড়াই দাফন করা হয়েছে। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় তাদের দাফন করা হয়। পুলিশ জানায়, নিহতদের মরদেহ নিজ এলাকায় নিয়ে গেলে সমস্যা হতে পারে- এই আশঙ্কায় নগরীর টিক্কারচর কবরস্থানে দাফনের ব্যবস্থা করে সিটি কর্পোরেশন। তবে, নিহতদের জানাজা পড়াতে কোনো মাওলানা রাজি হননি। পরে, জানাজা ছাড়াই সাব্বির হোসেন ও মোহাম্মদ সাজনের মরদেহ দাফন করা হয়। এ সময় দুই পরিবারের সীমিত সংখ্যক সদস্য উপস্থিত ছিলো। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেসময় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।