সাভারে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ১৬০৬ বার পড়া হয়েছে
সাভারে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা মোড়ের সামনে সাভার সরকারি কলেজ, মডেল কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এসময় সড়কে অবস্থান নিয়ে যানবাহন চালকদের লাইসেন্সসহ ফিটনেস চেক করে। এর আগে অনিক নামের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্ত গাড়ি আটকসহ চালককে গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়। পরে পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যায়।