কুয়েটের শিক্ষকের মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তির দাবিতে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষক ড. সেলিমের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো: সেলিম হোসেনকে আটকে রেখে মানসিক নির্যাতন করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। সাথে কিছু শিক্ষার্থীর দুর্ব্যবহারের পর বাসায় ফিরে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। এরপর প্রথমে তাকে কুয়েট মেডিকেল সেন্টারে ও পরে নগরীর একটি বেসরকারী ক্লিনিকে নেয়ার পথে তিনি মারা যান। এ মৃত্যুকে স্বাভাবিক নয় ও মৃত্যুর জন্য দায়ীদের বহিস্কারসহ ৫ দফা দাবিতে কালো ব্যাজ পড়ে অবস্থান করছেন শিক্ষকরা।