জয়পুরহাটে জাতীয় ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
জয়পুরহাটে জাতীয় ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলার মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি ইব্রাহিম খান জুয়েল অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া জনির সভাপতিত্বে সম্মেলনে অতিথি ছিলেন বগুড়া ৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার। প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আসম মুক্তাদির তিতাসসহ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা। সম্মেলনে সভাপতি গোলাম কিবরিয়া জনি ও সেক্রেটারি শামীম ইশতিয়াক জিমের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এর আগে হুসেইন মোহাম্মদ এরশাদ স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।