আইনের প্রতি বিএনপির শ্রদ্ধা নেই : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
আইনের প্রতি বিএনপির কোন শ্রদ্ধা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারকে অবৈধ উল্লেখ করে আবার তাদের কাছেই বিভিন্ন দাবির সমালোচনা করেন তিনি। রাজধানীতে এক ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।
বৃতস্পতিবার সকালে সরকারি বাসভবনে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জনসমর্থন নেই বলেই নির্বাচনকে ভয় পায় বিএনপি। আইনের প্রতি শ্রদ্ধা না থাকায়, বিএনপি নেতারা অযৌক্তিক বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
সংসদে বিএনপির প্রতিনিধিত্ব থাকলেও, সরকারকে অবৈধ বলছে তারা। তিনি দাবি করেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে লাগাতার ভিত্তিহীন কথা বলছে দলটি।
ঢাকা মহানগরীতে শিক্ষার্থীদের জন্য বাসে হাফ ভাড়ার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের আহবান জানান, ওবায়দুল কাদের ।