শিক্ষার্থীদের মানববন্ধন থেকে আগামীকাল অবস্থান কর্মসূচির ঘোষণা
- আপডেট সময় : ০৭:৪৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
পুলিশি বাধার মুখেও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। প্রথম দফায় কম উপস্থিতির কারণে পন্ড হয়ে যায় কর্মসুচি।পরে, সংগঠিত হয়ে তারা অভিযোগ করে, পূর্ব নির্ধারিত কর্মসূচিতে বাধা দিচ্ছে পুলিশ। আর, পুলিশের আশঙ্কা বহিরাগতরা ঢুকে আন্দোলনকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে। মানববন্ধন থেকে আগামীকাল অবস্থান কর্মসূচি ঘোষণা দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।
নিরাপদ সড়কসহ ১১ দফা দাবি বাস্তবায়নে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে রাজধানীর রামপুরা সড়কে জরো হয় কয়েকজন শিক্ষার্থী। এ সময় পুলিশি বাধায় পন্ড হয়ে যায় তাদের পূর্বনির্ধারিত মানববন্ধন কর্মসূচি। পুলিশের সঙ্গে চলে শিক্ষার্থীদের বাগ-বিতন্ডা।
শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগে বহিরাগতরা অরাজকতা সৃষ্টি করতে পারে বলে শঙ্কা জানায় পুলিশ।
কিছুক্ষণ পর শিক্ষার্থীরা সংগঠিত হয়ে আবারো রামপুরা ব্রিজের ওপর অবস্থান নিয়ে মানববন্ধন করে।
এ সময় নিহত শিক্ষার্থীদের স্মরণে ২ মিনিট নিরবতা পালন করে তারা।
পূর্বনির্ধারিত কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করে আন্দোলনকারীরা।
আগামীকালের কর্মসূচির ঘোষণার মধ্য দিয়ে মানববন্ধন শেষ করে তারা।
নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ,সারাদেশে হাফ পাস, সড়কে নিরাপত্তা নিশ্চিত, দক্ষ পরিবহণ শ্রমিক নিয়োগসহ সব দাবি মেনে না নিলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।