বাঙ্গালী সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে পরিচিত যাত্রাপালা
- আপডেট সময় : ০৫:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বাঙ্গালী সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে পরিচিত যাত্রাপালা। বর্তমান প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি পৌঁছে দিতে গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো যাত্রা উৎসব। আগামীতেও এমন আয়োজনের দাবী সংস্কৃতি প্রেমীদের।
একসময় শহর বা গ্রামে রাতভর মঞ্চস্থ হতো যাত্রাপালা। দূর–দূরান্ত থেকে মানুষ এসে ভীড় জমাত আসরে তাদের প্রিয় শিল্পীদের অভিনয় দেখার জন্য।এরই ধারাবাহিকতায় মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া যাত্রাপালা উৎসব। দীর্ঘ দিন পর হলেও যাত্রাপালা অনুষ্ঠিত হওয়ায় খুশি যাত্রা শিল্পীরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা শহরের মুক্তমঞ্চে এ যাত্রাপালা উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। যাত্রাপালা দেখতে মুক্তমঞ্চে ভীড় করেন নারী পুরুষসহ নানা বয়সী দর্শনার্থী।
হারিয়ে যাওয়া এ যাত্রাপালা টিকিয়ে রাখতে আগামীতেও আয়োজন করার কথা জানান, জেলা প্রশাসক। গ্রাম বাংলার সংস্কৃতি যাত্রাপালাকে টিকিয়ে রাখতে সরকারী সহযোগীতার দাবী সাংস্কৃতিক প্রেমীদের।