এই দিনে গোপালগঞ্জ, ঠাকুরগাঁও, বরগুনা ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা হানাদার মুক্ত হয়
- আপডেট সময় : ০৪:৫৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
৩রা ডিসেম্বর এই দিনে গোপালগঞ্জ, ঠাকুরগাঁও, বরগুনা ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা হানাদার মুক্ত হয়।
এ দিনেই রক্ত আর প্রাণের বিনিময়ে কোটালীপাড়ায় স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা উত্তোলন করা হয়। চুড়ান্ত বিজয় ১৬ ডিসেম্বর অর্জিত হলেও কোটালীপাড়ায় স্বাধীন বাংলাদেশের পতাকা উড়েছিল ৩ ডিসেম্বর।
ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এদিনে পাক হানাদার মুক্ত হয় ঠাকুরগাঁও জেলা। নানা আনুষ্ঠানিকতায় পালন করা হয়েছে দিবসটি। মুক্তিযুদ্ধের ৯ মাসই ঠাকুরগাঁও জেলার তৎকালিন মহুকুমার তেঁতুলিয়া থানা ছিল শত্রুমুক্ত। পাক হানাদার বাহিনী তেঁতুলিয়ায় ঢুকতে পারেনি। তাই এই মুক্তাঞ্চল থেকেই যুদ্ধ পরিচালনা করা হতো। ঠাকুরগাঁও মহকুমার সব সীমান্তে মুক্তিযোদ্ধারা ভারতে অবস্থান নেয়। তাই সব সীমান্তেই সরাসরি যুদ্ধ চলে ৯ মাস।
এই দিনে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে স্থানীয় মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনী কাজিপুর থেকে পালাতে বাধ্য হয়।