আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত হেড কোচের দায়িত্ব ডোমিঙ্গোর : পাপন
- আপডেট সময় : ০৯:৪২:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সমালোচনা থাকলেও আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত হেড কোচের দায়িত্বে থাকবেন রাসেল ডোমিঙ্গো। তবে জানুয়ারিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টি-টুয়েন্টি বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্সে আরও একবার হতাশা প্রকাশ করলেন বিসিবি সভাপতি।
টি-টুয়েন্টি বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের এভাবেই আলাদা করে বিশ্লেষণ করছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তবে এতো কোয়ালিটি সম্পূর্ন খেলোয়াড় থাকার পরও কেন বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি। উত্তরটা অজানান বিসিবি সভাপতিরও।
যথারীতি ব্যর্থতার দায় কোচিং ম্যানেজম্যান্টের। আরও নির্দিষ্ট করে বললে হেড কোচ রাসেল ডোমিঙ্গোর। হেড কোচের সাথে ক্রিকেটারদের দূরত্বটাও স্পষ্ট। তারপরও ডোমিঙ্গোতেই আস্থা বিসিবির।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানুয়ারিতে। কোচিং ম্যানেজম্যান্ট থেকে নির্বাচক প্যানেল সব বিষয় নিয়েই আলোচনা হবে সে বৈঠকে।