সন্তানদের ফিরে পেতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন জাপানি মা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
সন্তানদের ফিরে পেতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন জাপানি মা। দুই কন্যাশিশুকে নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে এই আপিল করেন জাপানি নাগরিক নাকানো এরিকো।
আজ শিশুদের জাপানি মায়ের আইনজীবী আপিলের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গেল ২১ নভেম্বর জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাংলাদেশে তাদের বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায় দেন হাইকোর্ট।রায়ে বলা হয়, তবে জাপান থেকে এসে মা বছরে তিনবার ১০ দিন করে দুই সন্তানের সঙ্গে একান্তে সময় কাটাতে পারবেন। জাপানি মায়ের আসা-যাওয়া ও থাকা-খাওয়ার সব খরচ বাবা ইমরান শরীফকে বহন করতে হবে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা করেন।