আনোয়ারা থানার কালাবিবির দিঘী এলাকা থেকে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২১:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের আনোয়ারা থানার কালাবিবির দিঘী এলাকা থেকে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কালাবিবির দিঘি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে অতিরিক্ত চাকার ভেতর থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। সকালে আটককৃত আসামিদের চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়েছে।