গভীর নিম্নচাপ, নিম্নচাপের পর ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে
- আপডেট সময় : ০১:৩২:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
গভীর নিম্নচাপ, নিম্নচাপের পর ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি ভারতের উড়িষ্যার পুরি উপকূল দিয়ে স্থলভাগে উঠার কথা থাকলেও তা হয়নি। এখনও সমুদ্র পথ ধরে ক্রমান্বয়ে দুর্বল হয়ে বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে। এটি লঘুচাপ হিসেবে খুলনা-বরিশাল উপকূল দিয়ে বাংলাদেশের স্থলভাগে উঠতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়াবিদরা।
ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ উপকূলে আসার আগেই দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি আজ মধ্যরাতে ভারতের উড়িশা উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টিপাত অব্যাহত আছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল। উপকূলীয় এলাকায় তিন দিনেও দেখা মেলেনি সূর্যের। গতি বেড়েছে বাতাসের।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে নিম্নচাপটি আজ মধ্যরাতে ভারতের উড়িশা উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বৃষ্টি শুরু হয়েছে।
রোববার দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও আজ ভোর থেকেই রাজধানীতে বৃষ্টি ঝরছে অঝোরধারায়। যানবাহন সংকট আর রাস্তায় পানি জমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ।
ফলে তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতি বাড়তে পারে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর জানান, গভীর নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গড় গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার রয়েছে। দমকা ও ঝোড়ো হাওয়া বেড়ে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। দেশের তিনটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর দূরবর্তী সতর্ক সংকেতের আওতায় রাখা হয়েছে। সমুদ্রে অবস্থানরত নৌযান ও মাছ ধরার নৌকাগুলোকে উপকূলে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের উপকূলে বিপদ একটু কমেছে। তবে এর প্রভাবে সোমবার দিনরাতে দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। বেড়েছে শীতের তীব্রতা। এতে ভোগান্তিতে পড়ছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আগামীকাল থেকে দেশের বেশির ভাগ এলাকার আকাশ পরিষ্কার হতে থাকবে।