কাল বৃষ্টি কমে, শীত নামার ইঙ্গিত আবহাওয়া বিভাগের
- আপডেট সময় : ০৭:২৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
লঘুচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় জাওয়াদ সারাদেশে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি ঝরাচ্ছে, বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অঝোর ধারার বর্ষণে রাজধানীবাসীসহ সারাদেশের জনজীবনে তৈরি হয়েছে ভোগান্তি। ঢাকায় গণপরিবহণ কম থাকায় অতিরিক্ত ভাড়া গুনতে হয় পথচারী ও কর্মজীবীদের। কাল নাগাদ বৃষ্টি কমে, শীতের আর্বিভাব ঘটবে বলেও পূর্বাভাস দেন আবহাওয়াবিদরা।
ঘুর্ণিঝড় জাওয়াদের সৃষ্টি বঙ্গোপসাগরে। দুদিন ধরে ভারতের উপকূল ঘুরে তা দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে, এমন তথ্য দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এটি ভারতের উড়িষ্যার পুরি উপকূল দিয়ে স্থলভাগে উঠার কথা থাকলেও তা হয়নি। এখনও সমুদ্র পথ ধরে ক্রমান্বয়ে দুর্বল হয়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে অবস্থান নিয়েছে।
লঘুচাপের কারণে বৃষ্টি কমে আসবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। প্রভাবে বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। সোমবার বেলা ১২টা পর্যন্ত ঢাকা-ফরিদপুরে সর্বোচ্চ ৮৪ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
গেল তিনদিনে রাজধানীতে বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েন রাজধানীবাসী।
নিম্নচাপের কারণে টানা দুই দিন তিন নম্বর সতর্ক সংকেত ছিলো চট্টগ্রাম, কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরে। দুপুর দুইটার দিকে সেই সংকেত তুলে নেয়ার নির্দেশনা দেয় আবহাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে সঙ্গে তাপমাত্রাও কমে আসবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদ।
মঙ্গলবার থেকে কমে আসবে বৃষ্টি। বাড়বে শীতের প্রকোপ।